• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

এরশাদের চেহলামে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

সারাদেশে একযোগে চলছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম আয়োজন। রাজধানী ঢাকার ৩৪ টি স্থানে চেহলাম উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল চলছে।

সকাল ৯ টায় উত্তরা পশ্চিম থানা জাতীয় পার্টি আয়োজিত চেহলাম আয়োজনে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীসহ স্থানীয় নেতারা।

এরপর উত্তরা পূর্ব থানা জাতীয় পার্টির আয়োজনে আব্দুল্লাহপুরে চেহলামে খাবার বিতরণ করেন জিএম কাদের। সকাল সাড়ে ১০ টায় উত্তরখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

চেহলামের প্রধান কর্মসূচি রাখা হয়েছে এরশাদের সমাধিস্থল রংপুরে। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সমানে। এখানে দুপুর দেড়টায় মিলাদ, খাবার বিতরণের পাশাপাশি স্মরণসভায় রাখা হয়েছে। পার্টির চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃবৃন্দ এখানে যোগদান করবেন।