• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

র‌্যালির অনুমতি পেলেও কর্মী উপস্থিতি নিয়ে চিন্তিত বিএনপি!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

শর্তসাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ বিকাল চারটার মধ্যে র‌্যালি শেষ করার শর্তে বিএনপিকে এই র‌্যালির অনুমতি দেয়।

জানা গেছে, শর্ত সাপেক্ষে র‌্যালির অনুমতি পেলেও আনন্দের পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে দলটির নেতা-কর্মীদের মাঝে। গুঞ্জন উঠেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে বিশৃঙ্খলা সৃষ্টি, ক্ষমতাসীনদের কার্যালয়ে ও নেতা-কর্মীদের উপরে হামলা, জ্বালাও-পোড়াও করে রাজনীতিতে নিজেদের শক্তি জানান দেয়ার পরিকল্পনা রয়েছে দলটির। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে দাবি আদায়ে মারমুখী হতে চায় দলটি। যার কারণে অজানা ভয়, আতঙ্ক বিরাজ করছে নেতা-কর্মীদের মনে। তারা আশঙ্কা করছেন, হামলার আদেশ দিয়ে হয়তো লুকিয়ে যাবেন সিনিয়র নেতৃবৃন্দ। তখন পুলিশ-জনতার হাতে মার খেতে হবে কর্মীদের। এছাড়া জেল-জরিমানার ভয় তো আছেই। কারণ, জেল-জরিমানা হলে দলের তরফ থেকে কোনোরকম আইনি সহায়তা পান না তারা। যার কারণে ঢাকা মহানগরীর একাধিক ওয়ার্ডের নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করতে চান না বলেও জানা গেছে।

র‌্যালিতে আতঙ্কের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি উসমান গনি শাহজাহান বলেন, জানতে পেরেছি- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর দল র‌্যালির অনুমতি পেয়েছে। কিন্তু এই র‌্যালিতে মোহাম্মদপুর থানা বিএনপির নেতাদের উপস্থিতি নিয়ে আমি অনিশ্চয়তার মধ্যে আছি। কারণ, এর আগেও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জেল-জরিমানার শিকার হওয়া নেতারা দল থেকে কোনো সহায়তা পাননি। দলের কর্মসূচিতে সুফল ভোগ করেন সিনিয়ররা, অথচ কষ্ট করতে হয় তৃণমূল নেতৃবৃন্দের। আমি থানার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে র‌্যালির বিষয়ে আহ্বান করলে বেশি সংখ্যক নেতৃবৃন্দ রাজি হননি। বিষয়টি দুঃখজনক।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগরীর প্রায় ডজন খানেক থানা কমিটিগুলোর একই অবস্থা। নেতা-কর্মীদের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি নিয়ে সেরকম কোনো উদ্যম নেই। নেতা-কর্মীদের মাঝে দল নিয়ে হতাশার কথা জানা গেছে। প্রেস ব্রিফিং ও বক্তব্যে বিএনপির রাজনীতিকে সীমাবদ্ধ করে রাখায় হাইকমান্ডের উপর খেপেছেন কর্মীরা। যার প্রতিশোধ হিসেবে কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি প্রত্যাখ্যান করবেন বলেও গুঞ্জন চাউর হয়েছে দলের অভ্যন্তরে। ফলে দলটির হাইকমান্ডের মধ্যে একধরণে অস্বস্তি বিরাজ করছে বলেও জানা গেছে।