• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রওশনের পরামর্শে সাদের মনোনয়ন সংগ্রহ, ক্ষুব্ধ কাদের

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন নিয়ে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার আসনে বড় ছেলে রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদ মনোনয়ন ফরম সংগ্রহ করায় জাপায় নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। কারণ এই আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।

এদিকে সূত্র বলছে, জিএম কাদেরকে জাতীয় পার্টিতে বিব্রত করতে এবং জাপায় নিজের প্রভাব বজায় রাখতে রওশন এরশাদের পরামর্শে এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছেলে সাদ এরশাদ। রওশন ও সাদ এরশাদের এমন হঠকারী সিদ্ধান্তে বেজায় চটেছেন জি এম কাদের। বলা হচ্ছে, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের পাল্টাপাল্টি সিদ্ধান্তে নতুন করে উত্তাপ সৃষ্টি হলো জাপার রাজনীতিতে।

এসম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, এরশাদের উত্তরসূরি হিসেবে সাদ মনোনয়ন সংগ্রহ করেছেন। যোগ্য ও পরীক্ষিত যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে। তবে মনোনয়নপত্র সংগ্রহ করার অর্থ মনোনীত হওয়া নয়। দল যাকে চূড়ান্ত করবে, তিনিই উপ-নির্বাচনে দলের নির্ধারিত প্রার্থী হবেন। সেই হিসেবে আমি বলতে চাই, যেহেতু রংপুর জাতীয় পার্টির দুর্গ, সুতরাং এই দুর্গ ক্ষতিগ্রস্ত করতে যে বা যারা চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

প্রার্থিতা নিয়ে জাতীয় পার্টির অসন্তোষ বিষয়ে জানতে সাদ এরশাদের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।