• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুরে সাদ এরশাদকে সমর্থনের ইঙ্গিত দিলেন রাঙ্গা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

মহাসচিব হিসেবে রংপুর সদর আসনের নির্বাচনে কাকে মনোনয়ন দিবেন এমন প্রশ্নের জবাবে জাপা মহা-সচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত হয়নি। পালমেন্টারি বোর্ডে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জিএম কাদেরের পার্লামেন্টারি বোর্ডে তো বেশ কজন প্রার্থীর সাক্ষাতকার নিয়েছে। সেখানে ইয়াসিরকে জাপার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ওরা কেউ আমার কাছে এবং রওশন এরশাদের পার্লামেন্টারি বোর্ডে আসেনি। তাই প্রার্থী চূড়ান্ত হয়েছে, এটা বলা যাবেনা।

তিনি সরাসরি না বললেও তার কথার ইঙ্গিতে বুঝা যায় তিনি সাদ এরশাদকেই সমর্থন দিবেন। ইয়াসিরকে নয়।

এদিকে জাপার আরেক মনোনয়ন প্রত্যাশি দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, আমার মনোনয়ন পাওয়ার আশা খুব কম। দলের মহা -সচিব মশিউর রহমান রাঙ্গা সাদ এরশাদকে সর্মথন দিবেন, এমনটা শুনেছি। দল যাকে মনোনয়ন দিবে, আমি তার পক্ষে কাজ করব।

রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, আমি মনোনয়ন ফরম সংগ্রহের আগে রাঙ্গা ভাইয়ের দোয়া নিয়ে মাঠে নেমেছি। বড় ভাই হিসেবে তার দোয়া ও সমর্থন আমি চাই। শেষ পর্যন্ত আমাকে মনোনয়ন না দিয়ে, পরিবারের কাউকে মনোনয়ন দিলে, তা রংপুরবাসি মেনে নেবে না। আমি আশা করি, রাঙ্গাভাই আমাকে সমর্থন দিবেন। তিনি আরো বলেন, আমি শুনেছি রাঙ্গা ভাই, সাদ এরশাদকে সমর্থন দিবেন। তিনি যদি এটা করেন তা হলে জাতীয় পাটির একজন কর্মী হিসেবে আমি মর্মহত হব।

উপ-নির্বাচনে রওশন চান, ছেলে রাহগির আল মাহির (সাদ এরশাদ) কে, আর জিএম কাদের চান রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে। তবে শেষ পর্যন্ত দলের মহা সচিবের হাতে প্রার্থী নির্ধারনের ক্ষমতা গেলে, কাকে মহাসচিব সর্মথন দেবেন, এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা।