• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলার আসামীর স্ত্রী রিটা রহমান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর-৩ ( সিটি কর্পোরেশন ও রংপুর সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হয়েছেন পিপলস পার্টির রিটা রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা-কালীন সদস্য জিয়াউর রহমানের সরকারের সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, যিনি সাংবাদিকও।

রিটা রহমানের স্বামী পলাতক মেজর (অব) খায়রুজ্জামান ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার আসামী। অনেকেই অভিযোগ করেছেন,  স্বামী মেজর (অব) খায়রুজ্জামানকে বাঁচাতে তিনি বিএনপি জোটে স্থান করে নিয়ে সংসদ নির্বাচনে মাঠে নেমেছে।

একাদশ নির্বাচনে জোট ভাঙাভাঙির মধ্যেই গত ৪ নভেম্বর রিটা রহমানের নেতৃত্বে আরেকটি নতুন রাজনৈতিক দল ‘পিপলস পার্টি অব বাংলাদেশ’-এর (পিপিবি) আত্মপ্রকাশ ঘটে। এই দলের আহ্বায়ক রিটা রহমান।