• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

আ. লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় দিয়েছে: রাঙ্গা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর সদর-৩ আসন থেকে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী সরিয়ে নেওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

দলটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সাথে আমাদের দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় দিয়েছে। আশাকরি ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে।’

সোমবার রাতে জাপা মহাসচিবের মুঠোফোনে যোগযোগ করা হলে এ প্রতিক্রিয়া জানান তিনি।

উল্লেখ্য, গতকাল বিকেলেই আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম রাজু রংপুর জেলা নির্বাচন অফিসে এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেন।

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক এই নির্বাচন থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ায় জাতীয় পার্টির প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন কী না জানতে চাইলে রাঙ্গা বলেন, ‘দল চালায় দলের চেয়ারম্যানসহ অন্যান্যরা। দলের সবাই যে সিদ্ধান্ত নিয়েছে তা সকলের মেনে নেওয়া উচিৎ। আশাকরি দলের সিদ্ধান্ত তারা মেনে নেবেন।’

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘আমি খুব দ্রুত মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে বৈঠক করব। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের সাথেও বসব এবং তাদের ধন্যবাদ জানিয়ে নির্বাচনে সহায়তা করার কথা বলব। আশাকরি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীররা ঐক্যবদ্ধভাবে সকলে মিলেমিশে এই আসনে লাঙ্গল প্রতীক বিপুল ভোটে বিজয়ী করবে।’