• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুরে কাঁদলেন আ.লীগ প্রার্থী ও নেতা-কর্মীরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও দলটির রংপুর জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিনের অফিসে গিয়ে এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর উপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। এ সময় তাকে কাঁদতে দেখা যায়।

কান্নাজড়িত কণ্ঠে রেজাউল করিম রাজু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঢাকায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি সংকটাপন্ন, এখানে রাজনীতি করতে হলে বুঝে-শুনে করতে হবে। আমি তোমাকে মনোনয়ন দিয়েছিলাম, আমি তোমাকে বলছি, দেশ ও জাতির স্বার্থে তুমি মনোনয়নপত্র প্রত্যাহার করো।” প্রধানমন্ত্রীর এই নিদের্শের পরই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। রংপুর সদর আসনে নৌকার কোনো প্রার্থী না থাকলেও উন্নয়নের দায়-দায়িত্ব আমার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘আমাদেরকে বারবার ব্ল্যাকমেইল করা হয়েছে। রংপুরের জনগণ ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। একটা দলের রাজনীতির জন্য আমরা মঙ্গল থেকে পিছিয়ে। আজও আমরা তার শিকার। অপরাজনীতি বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান। আমরা একদিন সফল হব।’

এদিকে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের খবরে দলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান নিয়ে তাকে প্রার্থী হিসেবে বহাল রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে রংপুর মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মওলা বলেন, ‘রংপুরের মানুষ নৌকায় ভোট দিয়ে উন্নয়নের মূল স্রোতে থাকবে বলে আমরা অনেক আশায় ছিলাম। কিন্তু তা হলো না। এরশাদপুত্রকে মহাজোটগত ভাবে সমর্থন দিয়ে আওয়ামী লীগ যে ছাড় দিল, তা বিরল। আমরা আগামীতে রংপুরবাসী নৌকা ছাড়া কাউকে ভোট দেব না।’