• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ প্রার্থী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর সদর ৩ আসনের উপনির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী রেজাউল করিম রাজু।

রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন সোমবার সাংবাদিকদের জানান, এখন নির্বাচনে ৬ জন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহাজোটের প্রার্থী হিসেবে সাদ এরশাদ, বিএনপি জোটের প্রার্থী রিটা রহমান, জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাইয়ের ছেলে আসিফ শাহরিয়ার, খেলাফত মজলিসের তহিদুর রহমান মন্ডল, গণফোরামের কাজী মোহাম্মদ শহিদুল ইসলাম ও এনপিপির শফিউল ইসলাম ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৫ অক্টোবর ।