• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুর উপ-নির্বাচন; প্রার্থীদের কার কত সম্পদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

এরশারপুত্র রাহগীর আল মাহির সাদ এরশাদের চেয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চাচাতো ভাই আসিফ শাহরিয়ারের নগদ টাকা বেশি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যানুয়ায়ী, এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ারের নগদ ৩৪ লাখ টাকা রয়েছে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে ৩১ লাখ ২১ হাজার টাকা। বাস-ট্রাক ও গাড়ি রয়েছে ৩৩ লাখ ৭১ হাজার টাকার। দুই লাখ টাকার ইলেক্টনিক্স সরঞ্জাম ও আসবাবপত্র থাকলেও আসিফের কোনো কৃষি জমি নেই। বাড়ি ও দোকান ভাড়া পান ৩৮ হাজার টাকার মতো। ব্যবসায় আয় হয় ৭ লাখ ৭৫ হাজার টাকা। যদিও ব্যাংক ঋণ থাকায় সুদ দিতে হয় ২ লাখ ৩০ হাজার টাকা। এইচএসসি পাস আসিফের পেশা হিসেবে দেখানো হয়েছে সাধারণ ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার।

ভাই আসিফের চেয়ে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাদের নগদ অর্থ কম থাকলেও নিজের নামে ৩৩ লাখ টাকার কৃষি জমি রয়েছে। দালান, আবাসিক বাণিজ্যিক খাতে আয় রয়েছে ২৫ লাখ ৮৫ হাজার টাকা। মা রওশন এরশাদের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছেন। এ ছাড়া অগ্রিম ভাড়া বাবদ নিয়েছেন ৬ লাখ টাকা। তবে নগদ রয়েছে ৬ লাখ ২৮ হাজার ৫২ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকার সমপরিমাণ। স্বর্ণ ও মূল্যবান ধাতু রয়েছে ৫ হাজার টাকার। ব্যবসায়ী সাদের ব্যবসা থেকে আয় আসে ৫০ লাখ ২৮ হাজার টাকা।

ধানের শীষের প্রার্থী রিটা রহমানের কৃষি জমি ১৫ বিঘা। এ ছাড়া অকৃষি জমি রয়েছে ১২ শতক। আবাসিক ও বাণিজ্যিক দালান ৯ লাখ টাকার। বাড়ি রয়েছে ১৪ লাখ টাকা মূল্যের। নগদ টাকা আছে ২ লাখ এবং ২০০ মার্কিন ডলার। পোস্টাল সেভিংস ৮ লাখ টাকা। রিটা রহমানের শিক্ষাগত যোগ্যতা এমএ। পেশা হিসেবে দেখা হয়েছে শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি।