• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুর-৩ উপ-নির্বাচনে সাদের বিনয়ী গনসংযোগে ব্যাপক সাড়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রচারণায় জাতীয় পার্টি ও মহাজোট মনোনিত প্রার্থী এরশাদ পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদের বিনয়ী গনসংযোগে ব্যপক সাড়া পড়েছে। এতে নেতাকর্মীরা উজ্জীবিত। প্রচারণা সপ্তম দিনে সোমবার নগরীর বিভিন্ন এলাকায় গনসংযোগ করছেন তিনি।

সোমবার দুপুরে সাদ এরশাদ দলীয় নেতাকর্মীসহ নগরীর মাহিগঞ্জ বাজারে গনসংযোগ করেন। এসময় তিনি দোকান পাট এবং পথচারীদের সাথে মোসাফাহ- মোলাকাত করেন। সাদের বিনয়ী গনসংযোগে মানুষের ভির লেগেই থাকছে। এরশাদ পুত্রকে দেখতে এরশাদভক্ত রংপুরের মানুষ ছুটছেন তার পিছুপিছু। পরে মাহিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করেন সাদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন সাদ এরশাদের স্ত্রী মহিমা সাদ এরশাদ. জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনশী আব্দুল বারী ও জাহাঙ্গীর আলম মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক, কামরুজ্জ্জমান সেলিম প্রমুখ।

মতবিনিময় সভায় সাদ বলেন, আব্বাকে সারা বিশ্বের মানুষ ভালোবাসতেন। কিন্তু আব্বার প্রতি রংপুরের মানুষের ভালোবাসা একটু অন্যরকম, চিরন্তন। আমি আব্বার ভালোবাসার ঋণ শোধ করতে চাই। আব্বার স্বপ্নে উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কাজে প্রবীণদের পরামশ্যে তরুণদের সাথে নিয়ে কাজ করতে চাই।

এছাড়াও তিনি বিকেলে নগরীর চকবাজার এবং মাগরিবের নামাজের পর স্টেশন এলাকায় গনসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রসঙ্গত: গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে। এখানে বিএনপির রিটা রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সহ ৬ জন প্রতিদ্বন্বিতা করছেন। রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৭৫টি, ভোটকক্ষ ১ হাজার ২৩ টি।