• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুর-৩ আসনে উপ-নির্বাচনঃ সাদামাটাভাবে চলছে প্রচারণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

সাদামাটা ভাবে চলছে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের নেই তেমন দৌড়ঝাপ। প্রতীক বরাদ্দের নয়'দিন অতিবাহিত হওয়ার পরেও রংপুর সিটি কর্পোরেশন ও সদর উপজেলার কোথাও তেমন দেখা যায়নি প্রার্থীদের ব্যানার পোস্টার।

লাঙ্গল মার্কার পোষ্টার কিছু দেখা গেলেও, বিএনপি প্রার্থী রিটা রহমানের ধানের শীষ, এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী আসিফ সাহারিয়ারের মোটরগাড়িসহ অন্যান্য তিন প্রার্থীর পোস্টার ব্যানার নাই বললেই চলে। 

নির্মাণ শ্রমিক আবুল কাশেম জানান, কাজের জন্য ইউপি থেকে রংপুর জেলা শহরে আসতে হয়। প্রতিবারই নির্দিষ্ট একটি মার্কায় ভোট দিয়েছি। এবার চিন্তা করে দেব।

সরকারি চাকরিজীবী আলতাফ হোসেন জানান, এবার ভোটে তেমন কোনো জোর নেই। প্রার্থীদের পোষ্টারও তেমন দেখা যায় না। কেউ আমার কাছে ভোট চায় নাই। চাইলে ভেবে দেখব কাকে দিলে উন্নয়ন হবে তাকেই ভোট দেব।

তিনি জানান, রংপুরের তেমন কোনো উন্নয়ন হয়নি। রংপুর সিটি কর্পোরেশন এলাকার অনেক এলাকার রাস্তা কাঁচা, অনেক এলাকায় বিদ্যুৎ নেই। এই কাজ করার যিনি প্রতিশ্রুতি দিবেন তাকেই এবার ভোট দেব।

সাধারণ ভোটাররা কিছুটা নীরব থাকলেও সচেতন মহলে চলছে রংপুর-৩ আসনের উপ-নির্বাচন নিয়ে চলছে নানান রকম বিশ্লেষণ।

নগরীর শালবন এলাকার গৃহবধূ সম্পা হোসেন জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসা রংপুরে থাকার পরেও ভোটের উত্তাপ নেই রংপুরে।

উদ্যোক্তা তাবাসুম মুনা বলেন, এবার তো এরশাদ নেই। তার ছেলে সাদ এরশাদ আর তার ভাতিজা আসিফ শাহরিয়ার নির্বাচন করছেন। তারা দুইজন একই পরিবারের হলেও তাদের প্রতীক ভিন্ন। আসিফ শাহরিয়ার স্থানীয় ও সাবেক এমপি হিসেবে পরিচিত। অন্যদিকে সাদ এরশাদ অপরিচিত হলেও এরশাদের ছেলে হিসেবে তিনি এখন সবার কাছে পরিচিত। তবে শেষ পর্যন্ত কে জিতবে তা বলা যাচ্ছে না। 

উল্লেখ্য, রংপুর-৩ আসনের এমপি, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য এই আসনে আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। রংপুর সদর ও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার চার লাখ ৪২ হাজার ৭২ জন। এবারো এখানকার ১৭৫টি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ হবে।