• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুর-৩ (সদর আসন) উপ-নির্বাচনে সাড়া ফেলেছে সাদ এরশাদের গণসংযোগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, জাপা প্রার্থী সাদ এরশাদের প্রচারণা ততোই জোরালো হচ্ছে। সাদের গণসংযোগ, ভোটারদের মাঝে ব্যাপক সারা ফেলেছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), সাদ এরশাদ নগরীর বেশ কয়েকটি পয়েন্টে গণসংযোগ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এরমধ্যে রংপুর প্রেসক্লাব চত্বর, সাহেবগঞ্জ, সিগারেট কোম্পানীর মোড়, শালবন, শাপলা চত্বর উল্লেখ্যযোগ্য।

সাদ এরশাদের প্রচারণায় দলের পক্ষে ছিলেন জাপা’র যুগ্ম-সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল বারী মুন্সি, যুবনেতা শাহিন হোসেন জাকির প্রমুখ।

গণসংযোগকালে সাদ এরশাদ বলেন, আমার প্রয়াত পিতা জাপা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদকে এখানকার মানুষ ভালোবাসা দিয়েছেন বলেই তিনি এখানে বারবার এমপি নির্বাচিত হয়েছেন। আমি আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে যদি বিজয়ী করা হয়, তাহলে বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করে নতুন কিছু করার চেষ্টা করবো। দলের  সকলকে ‘লাঙ্গল প্রতীক’ এ ভোট দেয়ার উদাত্ত আহবান জানিয়ে সাদ বলেন, জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই। দল আগের চেয়ে অনেক বেশী শক্তিশালী। দলের সবাই লাঙ্গলের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন। এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনেও আসনটিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। এবারও ইভিএমএ ভোটগ্রহণ করা হবে। এবারও বিএনপির প্রার্থী হয়েছেন রিটা রহমান।