• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহাবুব আলম বাবু নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বন্দর ইউনিয়নের বলদমারা ঘাটে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাহাবুব আলম বাবু উপজেলার বাগুয়ার চর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে সোনাভরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে কয়েকজন যুবকের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাটে গোসল করতে যায় বাবু। গোসলের একপর্যায়ে সে নদের পানিতে ডুবে নিখোঁজ হয়। এসময় তার সঙ্গে গোসল করতে নামা যুবকরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা মাছ ধরার জাল ও নৌকা দিয়ে খোঁজাখুঁজি করেন। বিকাল পর্যন্ত বাবুর কোনও সন্ধান পাওয়া যায়নি।

ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাট এলাকায় নিখোঁজ কিশোরকে স্থানীয়ভাবে মাছ ধরার জাল ও নৌকা দিয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজা হচ্ছে। তবে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’