• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় লালমনিরহাটে পাঠদান কার্যক্রম ব্যাহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে লালমনিরহাটে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। রাস্তা-ঘাট প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় জেলার ৩৪টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। 

জেলার ৫টি উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৮টি আর উচ্চ বিদ্যালয় ৮টি। এছাড়া বন্যাকবলিতরা আশ্রয় নেয়ার কারণে আরও কয়েকটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।   

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, জেলার ২৬টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানি নেমে না যাওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান বলেন, জেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। পানি নেমে গেলে বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

কয়েক দিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ও রাস্তা ভেঙে তিস্তার পানি লোকালয়ে প্রবেশ করায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির অবনতি ঘটে ভয়াবহ রূপ নিয়েছে।