• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুর ও পঞ্চগড়ে বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯  

দিনাজপুরের নবাবগঞ্জ ও পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও সন্ধ্যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

জানা গেছে, সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে বজ্রপাতে বখতিয়ার ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত বখতিয়ার একই উপজেলার সিংড়া শতপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) সুব্রত কুমার সরকার পরিবারের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় বাইসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যায় সে। তেল কিনে বাড়ি ফেরত আসার পথে বজ্রপাতের ঘটনা ঘটলে শিশু বখতিয়ার মারা যায়। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বাঁশবাড়ি-প্রধানপাড়া এলাকায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় মুসা (২৫) ও ইসা (২৩) নামে আরও দুইজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে আট-নয়জন শ্রমিক নিয়ে বাঁশবাড়ি-প্রধানপাড়া এলাকায় জমিতে ধান লাগাতে যান কামরুল। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হন মো. মুসা ও মো. ইসা নামে দুই শ্রমিক।

মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।