• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কাউনিয়াতে পুকুরে পড়লো বৈদ্যুতিক খুঁটি, অল্পতে রক্ষা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯  

রংপুরের কাউনিয়া উপজেলায় পুকুরের পানির মধ্যে ভেঙে পড়েছে সংযোগসহ বৈদ্যুতিক খুঁটি। যেকোনো সময় পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। খুঁটিটি পুকুর থেকে তুলে দাঁড় করানোর জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে জানালেও কোনো কাজ হয়নি।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাজিরদহ ভাটিয়াটারী গ্রামে রাস্তার পাশে মাছচাষের পুকুরে পানির মধ্যে ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ওই খুঁটিতে ২২০ ভোল্টের ড্রপ লাইন রয়েছে। সম্প্রতি টানা বর্ষণে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পড়ে। সোমবার সন্ধ্যায় ড্রপ লাইনসহ বৈদ্যুতিক খুঁটিটি পুকুরের পানির দিকে ভেঙে পড়ে যায়। যেকোনো সময় পানি বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাউনিয়া জোনাল কার্যালয় সূত্রে জানা যায়, নাজিরদহ ভাটিয়াটারি গ্রামে ড্রপ লাইনযুক্ত বৈদ্যুতিক খুঁটিতে বেশ কয়েকটি আবাসিক গ্রাহক রয়েছেন।

ওই গ্রামের বাসিন্দা আমির উদ্দিনসহ আবাসিক গ্রাহকরা জানান, রাস্তা দিয়ে বিদ্যুৎ বিভাগের লাইনম্যানরা যাওয়া-আসা করে। খুঁটিটি পানিতে ভেঙে পড়ে থাকলেও দাঁড় করানোর ব্যবস্থা নিচ্ছে না পল্লী বিদ্যুৎ বিভাগ।

বুধবার সকালে ওই রাস্তায় পথচারী আব্বাস আলী জানান, ২২০ ভোল্টেজ লাইনের বৈদ্যুতিক খুঁটিটি পুকুরে পানির মধ্যে যেভাবে পড়ে আছে, আমি দেখে আশ্চর্য হচ্ছি। ওই পুকুরে স্কুলগামী শিশুরা শখের বসে পানিতে হাত দিয়ে খেলা করে। জয়েন্টযুক্ত ড্রপ লাইন লিকেজ হয়ে পানি বিদ্যুতায়িত হয়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। খুঁটিটি সরাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উলফৎ আরা বেগম বলেন, খুঁটিটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ডিজিএমকে বলা হয়েছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাউনিয়া জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিশিত কুমার কর্মকার বলেন, বিষয়টি আমি শুনেছি। ঝুকিপূর্ণ খুঁটির বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।