• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রাম ও দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯  

কুড়িগ্রামের রাজীবপুর ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও সকালে এসব ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে প্রাণ হারায় আড়াই বছরের  শিশু আল-আমিন। রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী বাজারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রাজীবপুর থানার ওসি রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আল-আমিন সবার অগোচরে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির সামনের সড়কে পানি থাকায় শিশু আল-আমিন পা পিছলে সড়কের পাশের নিচু জমির পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবারের বন্যায় কুড়িগ্রামে ১৩ শিশুসহ মোট ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এছাড়া বন্যার পানিতে পড়ে নিখোঁজ রয়েছে আরও দুই জন।

এদিকে সন্ধ্যায় চিরিরবন্দরে পানিতে ডুবে ফাহিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার পরিদর্শক (ওসি) হারেসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হারেসুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলার সময় পুকুরে নামে শিশু ফাহিম। সাঁতার না জানায় পুকুরে ডুবে যায় সে। 

পরিবারের লোকজন অনেক খুঁজেও তাকে না পেয়ে পুকুর পাড়ে গেলে শিশুর মরদেহ ভাসতে দেখে। এরপর চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।