• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গুর জ্বরে ঠাকুরগাঁওয়ের কৃষকপুত্র মেধাবী ফিরোজের মৃত্যু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফিরোজ কবীরের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। 

২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে নবম হওয়া এ মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা এখন শেষ দিকে। স্বপ্ন ছিল একাডেমিক পাঠ চুকিয়ে একটি ভালো চাকরি করার। দরিদ্র পরিবারের হালধরার। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

শুক্রবার রাত সাড়ে পৌনে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফিরোজ বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরোজের বন্ধু জিএম রাজু জানান, ফিরোজ এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন। গতকাল তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। পরে আজ রাত সাড়ে পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।