• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নববধূর মৃত্যু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে বিথী বেগম (১৯) নামের এক নববধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে তিস্তার নদীর তীরের ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিবাজারের পশ্চিম পাশে, পশ্চিম বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নববধূ বিথী বেগম, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বিছনদই এলাকার মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭ মাস আগে উপজেলার পশ্চিম বিছনদই (ঘুন্টি) এলাকায় মতিউর রহমানের পুত্র মাসুদ রানার সাথে তার বিয়ে হয়। বাড়ির পাশে তিস্তা নদী হওয়াতে নববধূ তিস্তা নদীতে গোসলে যায়। ওই সময় বালি মাটিতে তলিয়ে যায় বিথী বেগম। এসময় এলাকার কয়েকজন প্রতিবেশী নারী দেখতে পেয়ে আর্তচিৎকার করলে, স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

হাতীবান্ধার থানার তদন্ত (ওসি) নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় নববধূর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।