• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে বিএডিসির টেন্ডারে শিডিউল ফেলতে না পারার অভিযোগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জ কেন্দ্রে গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনের টেন্ডারে শিডিউল ফেলতে না পারার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর পর্যন্ত ছিল সিডিউল ফেলার শেষ সময়। অনেকে টেন্ডার বক্সে শিডিউল ফেলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিএডিসি সূত্রে জানা গেছে, গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনে ১ কোটি টাকার টেন্ডার আহবান  করা হয়। এর বিপরীতে এবার ১৭টি দরপত্র বিক্রি হয়। সোমবার শিডিউল জমার শেষ দিন। শেষ সময় পর্যন্ত শিডিউল জমা পরেছে মাত্র ৫টি।

শিডিউল কিনে  জমা দিতে না পেরে ক্ষেভ প্রকাশ করেছেন ঠিকাদার আবু বক্কর সিদ্দিক, শেখ জাহাঙ্গীর আলমসহ অনেকে। তাদের অভিযোগ, সিন্ডিকেট বাহিনীর ভয়ে দুপুর পর্যন্ত শিডিউল ফেলা যায়নি।

এ ব্যাপারে বিএডিসি শিবগঞ্জ কেন্দ্রের উপ-পরিচালক (বীজ) তাজুল ইসলাম ভুঞা বলেন, শিডিউল ফেলতে পারেনি এমন অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, গত ১০ বছর ধরে বিএনপির সাবেক এক নেতা, পেশীশক্তি খাটিয়ে এবং বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করে টেন্ডার বাগিয়ে নেন। কখনো নিজের নামে , কখনো তার স্বজনের নামে-এমন অভিযোগ বঞ্চিত ঠিকাদারদের।