• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

নতুন কৌশলে এগিয়ে যাবে ফেসবুক   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

ক্ষতিকর কনটেন্ট সরিয়ে নতুন কৌশলে এগিয়ে যাবে ফেসবুক। এমনটিই জানিয়েছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে সিলিকন স্লোপস টেক সামিটে জাকারবার্গ বলেন, ফেসবুকের কিছু নিয়মের ওপর এখনো অনেক ব্যবহারকারী বিরক্ত। তাই ভিন্ন কিছু করার উদ্যোগ নেয়া হচ্ছে। ফেসবুক নতুন কৌশলে এগোচ্ছে। এর অংশ হিসেবে কিছু পরিবর্তনও আনা হচ্ছে।

টেক সামিটে ফেসবুক প্রতিষ্ঠাতা আরো বলেন, শুধু বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয়ের জন্য ফেসবুক বানাননি। ফেসবুকে ফ্রিতে সেবা দেয়ার চিন্তা করতেন তিনি। শিগগিরই ক্ষতিকর কনটেন্ট সরিয়ে প্রচারের সীমা নির্ধারণ করা হবে বলে জানান জাকারবার্গ।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজ্ঞাপন বিষয়ে ফেসবুককে বার বার আমন্ত্রণ জানানো হচ্ছে। ফেসবুকে বিভিন্ন ধরণের সেন্সর করতে চাওয়ায় বিষয়টি নিয়ে জাকারবার্গসহ ফেসবুক কর্তৃপক্ষ বিরক্ত হচ্ছেন।