• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

প্রথমবারের মত কোন বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। মহারণের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। টস হেরে ভারতের ব্যাটিং উদ্বোধন করেন যশস্বী জাসওয়াল, দিব্যংশ সাক্সেনা। বাংলাদেশের হয়ে প্রথম ওভারে বলে আসেন শরিফুল ইসলাম। কোনো রান না দিয়েই শেষ হয় প্রথম ওভার। দ্বিতীয় ওভারেও মেইডেন তুলে নেন তানজিম হাসান সাকিব।

এরপর বলে আসেন অভিষেক দাস। নিজের প্রথম ওভারেই ভারতের ওপেনিং জুটি ভাঙেন এ পেসার। ওভারের চতুর্থ বলে মাহমুদুল হাসান জয়ের হাতে বলে তুলে দেয় দিব্যংশ সাক্সেনা(২)।

নতুন ব্যাটসম্যান তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন যশস্বী। তবে রাকিবুল, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারছেন না যশস্বী-তিলক। অনেকটা টেস্ট স্টাইলে খেলছে ভারতের ব্যাটসম্যানরা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২২ ওভার শেষে ১ উইকেটে ৭০ রান। ৬৭ বলে ৪০ রানে ব্যাট করছেন যশস্বী। অপরপ্রান্তে তিলকের সংগ্রহ ৪৮ বলে ২২ রান।