• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল জিনেদিন জিদানের দল 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নানেউয়ে রোববার লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এ নিয়ে লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল জিনেদিন জিদানের দল।
অগাস্টে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ মৌসুম শুরু করেছিল রিয়াল।

প্রথমার্ধে ফিওদর স্মলভের গোলে এগিয়ে যায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল সেল্তা। দ্বিতীয়ার্ধে টনি ক্রুস ও সের্হিও রামোসের গোলে লিড নেয় রিয়াল। নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে স্কোরলাইনে সমতা আনেন সান্তি মিনা।

খেলার সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন ইয়াগো আসপাস। অফসাইটের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের নিচু শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন স্মলভ।

বিরতির পর ৫২তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। মার্সেলোর কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান ক্রুস।

৬৫তম মিনিটে রামোসের সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলজিয়ান ফরোয়ার্ড আজারকে সেল্তা গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৫তম মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোলও ছিল অনেকটা প্রথমটির মত। এবার মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন দেনিস সুয়ারেস। অফসাইডের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিচু শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিনা।

২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে গেতাফে। আতলেতিকো মাদ্রিদ ৪০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

চার জয় ও ৯ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে উঠেছে সেল্তা ভিগো।