• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

পিএসএল খেলবো কিন্তু খেলব না!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

আগামী বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন স্টিভেন স্মিথ। কিন্তু তাকে পাওয়া যাবে শুধুমাত্র আরব আমিরাত পর্বে। পাকিস্তানের মাটিতে হওয়া পিএসএলের বাকি অংশে খেলবেন না তিনি।

পাকিস্তানের মাটিতে কোনভাবেই খেলতে রাজি নন স্মিথ। এ শর্তেই দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন তিনি।

বল টেম্পারিংয়ের দায়ে ১ বছর আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত স্মিথ। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগ খেলতে মানা নেই স্মিথের ক্ষেত্রে। আর তাই ক্যারিবিয়ান লিগ, পিএসএলের মতো লিগে বরাবরই খেলে আসছেন তিনি।আগামি বছর বিশ্বকাপের আগে নির্বাসন উঠে যাওয়ার যাবে স্মিথের। আর তাই এইসব লিগের মাধ্যমেই নিজেকে ঝালিয়ে রাখছেন তিনি।

পিএসএলের একটি অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে আরেকটি অংশ হবে পাকিস্তানে। পাকিস্তানে হওয়া ম্যাচগুলোতে অংশ নেবেন না স্মিথ এই শর্তেই পিএসএলের ফ্রাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন স্মিথ।

স্মিথ ছাড়াও পিএসএলে অংশ নিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিনরা। তারাও একই শর্তে যুক্ত হয়েছেন পিএসএলের ফ্রাঞ্চাইজিদের সঙ্গে।