• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের কোপা মিশন শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০১৯  

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার মিশন শুরু করেছে ব্রাজিল। ফিলিপে কৌতিনহোর জোড়া গোলের সঙ্গে এভারটনের এক গোলে ফেভারিটের মতোই শুরু হল টিটের শিষ্যদের।

শনিবার বাংলাদেশ সময় সকালে শুরু ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে হয় ব্রাজিলকে। দলের সেরা তারকা চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। সেটি একদমই বুঝতে দিলেন না কৌতিনহো। বিরতি থেকে ফিরে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের লাগাম টেনে ধরেন সেলেসাওদের বার্সেলোনা ম্যান।

সাও পাওলোয় মেরুম্বি স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবলই উপহার দিয়েছে ব্রাজিল। কোপার ৪৬তম আসরের উদ্বোধনী ম্যাচে রবের্তো ফিরমিনো ও থিয়াগো সিলভা দারুণ দুটি সুযোগ হাতছাড়া করলে গোলশূন্য কাটে প্রথমার্ধ।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫০ মিনিটে লিড পায় স্বাগতিকরা। স্পটকিকে ব্রাজিলকে এগিয়ে দেন কৌতিনহো। রিচার্লিসনের শটে বল বক্সের মধ্যে বলিভিয়ার আদ্রিয়ানের হাতে লাগলে ভিএআরের সহযোগিতা নিয়ে বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৫৩ মিনিটে কৌতিনহোই ২-০ করেন স্কোরলাইন। ফিরমিনোর ক্রসে বল পেয়ে তাতে মাথা ছুঁয়ে দ্বিতীয় গোলটি আনেন তিনি।

ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ৩-০ করেন বদলি নামা এভারটন। তাতে ঘরের মাঠে শিরোপা আটকানোর মিশনে আত্মবিশ্বাসী শুরু হয় ব্রাজিলের।