• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ওরা কঠিন সময়ে ব্যাট করেছে: জার্ভিস

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

সিলেট টেস্টের ব্যাটিং বিপর্যয় ফিরে এসেছিল মিরপুরেও। তবে সেখান থেকে দলকে শুধু রক্ষাই নয়, চালকের আসনেও বসিয়েছেন মুশফিক ও মুমিনুল। ২৬৬ রানের জুটি গড়ার পথে রেকর্ড গড়েছেন। আর এই দুইজনের ব্যাটিংয়ে মুগ্ধ জিম্বাবুইয়ান পেসার কাইল জার্ভিসও।

টস জিতে ব্যাটিং নেয়ার পর প্রথম ঘণ্টাতেই চাপে পড়ে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ফর্মকে টেস্টে টানতে পারেননি ইমরুল কায়েস। বরাবরের মতই অধারাবাহিক লিটন দাস। জার্ভিসের সুইং ও মাপা লাইন লেন্থে বিধ্বস্ত বাংলাদেশের টপ অর্ডার। সকালের আর্দ্রতাকে কাজে লাগিয়ে এতটাই দুর্দান্ত ছিলেন জিম্বাবুয়ের দুই পেসার জার্ভিস ও চাতারা।

এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে একেবারে ঠান্ডা মাথায় বাংলাদেশকে বিপদমুক্ত করেছেন মুমিনুল ও মুশফিক। সময় নিয়ে সেট হয়ে পরবর্তীতে আক্রমণ শানিয়েছেন এই দুই ব্যাটসম্যান। জার্ভিস বলেন, ‘আজ সকালে একটু আর্দ্রতা ছিল। এ সকালটা ছিল সিম বোলিং সহায়ক। মুমিনুল ও মুশফিককে কৃতিত্ব দিতে হচ্ছে। তারা খুবই কঠিন সময়ে লড়ে গেছে। তারা খুবই ভালো ব্যাট করেছে, ঠান্ডা মাথায় ব্যাট করেছে। ওদের কৃতিত্ব না দিয়ে পারা যাচ্ছে না। কারণ খুব সহজেই পাঁচ বা ছয় উইকেট পড়ে যেতে পারত।’

এছাড়া শুরুতে মন্থর গতিতে খেললেও ধীরে ধীরে আক্রমণেও গেছেন দুই ব্যাটসম্যান। বের করে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ রান। জার্ভিস বলেন, ‘সারা দিনই উইকেটে পেসারদের জন্য কিছু ছিল। ওরা সত্যি খুব ভালো ব্যাট করেছে। প্রায় তিন ঘণ্টাজুড়ে আমরা ভালো বল করিনি। যে উইকেটে এত রান দেওয়া উচিত নয়, তেমন উইকেটে সহজ কিছু রান করার সুযোগ করে দিয়েছি আমরা।’

দিনের শেষভাগে অবশ্য ফিরে এসেছে জিম্বাবুয়ে। শেষের দিকে মুমিনুল ফিরেছেন ১৬১ রানে। এছাড়া নাইটওয়াচম্যাচ হিসেবে নামা তাইজুলকেও তার কাজ থেকে বিরত রেখেছে সফরকারীরা। তবে এতে সন্তুষ্ট হওয়ার কিছু দেখছেন না জার্ভিস, ‘শেষের ওই সময়টুকুই যথেষ্ট না। আমরা প্রথম ঘণ্টায় এগিয়ে ছিলাম, তারপর ওরা শেষ ঘণ্টার আগ পর্যন্ত বাকি দিনে এগিয়ে থেকেছে। ঘণ্টা দিয়ে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওরা দিনের বেশির ভাগ সময়টাই জিতেছে শুধু প্রথম ও সম্ভবত শেষ ঘণ্টা ছাড়া।’