• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

অষ্টম স্থানে শেষ হলো টাইগারদের বিশ্বকাপ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

রান রেটের হিসেবে অষ্টম স্থানে থেকে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। গতরাতে লিগ পর্বের সব খেলা শেষে চূড়ান্ত হলো পয়েন্ট টেবিলের অবস্থান। সেখানে অষ্টম স্থানে থেকে দ্বাদশ বিশ্বকাপ শেষ করতে হলো বাংলাদেশকে। ৯টি খেলায় অংশ নিয়ে ৩টি জয়, ৫টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইগাররা।

লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় দক্ষিণ আফ্রিকা। তাই বাংলাদেশকে হটিয়ে সপ্তম স্থানে উঠে যায় প্রোটিয়ারা। লিগ পর্ব শেষে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের পয়েন্ট সমান ৭ করে। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সপ্তম দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রান রেট -০.০৩, টাইগারদের -০.৪১।

বাংলাদেশের কাছে হেরেই এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। তবে লিগ পর্ব শেষে বাংলাদেশের উপরেই থাকলো ডু-প্লেসিস-আমলারা।

৭টি জয়, ১টি করে হার-পরিত্যক্ত ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষস্থান লাভ করে ভারত। এরপরের তিনটি স্থান নিয়ে ভারতের সাথে সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ১৪, ইংল্যান্ড ১২ ও নিউজিল্যান্ড ১১ পয়েন্ট পায়।

নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট পেলেও, রান রেটে পিছিয়ে থাকায় সেমিতে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। পঞ্চমস্থান নিয়ে বিশ্বকাপ শেষ করতে হয় তাদের। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে শ্রীলংকা। পয়েন্ট টেবিলের শেষ দু’টি স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ক্যারিবীয়রা ৫ পয়েন্ট পেলেও জয়হীন থাকায় আফগানরা কোন পয়েন্ট পায়নি।