• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

এমপিদের বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

ইংল্যান্ডে সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় (ইন্টার পার্লামেন্টারি) বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে রানার্সআপ হয়েই দেশে ফিরতে হচ্ছে টুর্নামেন্টে ভাল খেলা বাংলাদেশ দলকে।

এ ধরনের আয়োজন এবারই প্রথম। আর প্রথম আসরেই নজর কেড়েছে নাইমুর রহমান দুর্জয়ের দল। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও পাকিস্তান বাধা টপকাতে পারেননি বাংলাদেশের সাংসদরা। ফাইনালে হারের আগে অপরাজিত ছিল বাংলাদেশ দল। 

শুক্রবার ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলতে নেমে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে।

জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারেই সে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও, গ্রুপ পর্বে এই পাকিস্তানকেই ১২ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্টের পর্দা নামলেও এখনই লন্ডন ছাড়ছেন না আসরে অংশ নেয়া দলগুলোর সংসদ সদস্যরা। কেননা আগামী ১৪ জুলাই তারা সকলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি লর্ডসে বসে উপভোগ করবেন।