• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে টাইগ্রেসরা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

স্কটল্যান্ডের ডান্ডিতে মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৩ রানে হারায় টাইগ্রেসরা। এদিন ম্যাচের শুরুতে নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পর মাঠে নামে বাংলাদেশ ও স্কটল্যান্ড। খেলা নির্ধারিত হয় সর্বোচ্চ ১৭ ওভারের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। ইনিংস শেষ হওয়ার পর ফের বৃষ্টি শুরু হয়। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে স্কটল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬৩ রান। ৮ ওভারে ৬৩ রানের নতুন টার্গেটে ব্যাটে নেমে ৬ উইকেটে ৪৯ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে ওপেনার সানজিদা ইসলাম বিদায় নিলে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জুটি গড়েন ৩১ রানের। পরে মুর্শিদা ২৭ বলে ২৬ রান করে স্টাম্পড হয়ে ফেরেন। রিতু মনি এসে সেও বেশিক্ষণ টেকেননি। এরপর ফারজানা হকের সঙ্গে ৩৯ রানের ভালো জুটি গড়েন নিগার। ফারজানা ২২ বলে ২৩ রান করে ফেরার তিন বল পরই নামে বৃষ্টি। ৩৭ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন নিগার, ২ রানে টিকে ছিলেন ফাহিমা খাতুন।

লক্ষ্যে নেমে বাংলাদেশি নারীদের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। ওপেনার ক্যাথরিন ব্রাইস ছাড়া কেউই ভালো করতে পারেনি। ক্যাথরিন করেন ২০ বলে ২১ রান। নির্ধারিত ৮ ওভারে ৬ উইকেটে ৪৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।

আগামী ৫ সেপ্টেম্বর  দু’টি সেমিফাইনা অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দু’টি দলই আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।