• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

পন্টিং-হাসি-ক্লার্ক ফিরছেন!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কাণ্ডের পর একেবারে সাধারণ মানের দলে পরিণত অস্ট্রেলিয়া। আগের সেই তোপ নেই। এমনকি ওয়ার্নের মতে, এই দলের খেলোয়াড়দের ম্যাচ পরিস্থিতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আর তাই পন্টিং-হাসি -ক্লার্কদের দলে ফেরাতে বললেন অজি কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন। তবে খেলোয়াড় হিসেবে নয়, ব্যাটিং কোচ হিসেবে।

সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মিটিং শেষে জানানো হয়, স্মিথ-ওয়ার্নারদের ফেরানো হবে না। পূর্ণ শাস্তি ভোগ করেই দলে ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। এতে অবশ্য সমর্থন দিচ্ছেন ওয়ার্ন। তবে তিনি মনে করেন, এই দুই ক্রিকেটারকে বেশিই শাস্তি দেয়া হয়েছে। আর এ কারণে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সংগঠন প্রধান গ্রেগ ডায়ারকে এক হাত নিয়েছেন অজি কিংবদন্তী। তিনি বলেন, ‘‘আমি নিজেও মনে করি, ওদের শাস্তিটা বেশিই দেওয়া হয়েছে। কিন্তু এক বার যখন সাজা ঘোষণাই হয়েছে, তার পর আর কী ভাবে তা কমাবে? দল খারাপ খেলছে বলে নির্বাসন কমিয়ে দেওয়া হবে?’’

তবে স্মিথ- ওয়ার্নার নিয়ে নয়, দলের খারাপ অবস্থায় বেশ হতাশ ওয়ার্ন। বিশেষত অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রেম হিককে সরানোর দাবি তুলেছেন ওয়ার্ন। তিনি বলেন, ‘‘গত কয়েক বছর ধরে হিক রয়েছে দলের সঙ্গে। অথচ দলের ব্যাটসম্যানরা টানা একই ভুল করে চলেছে। তাই পরিবর্তনের সময় এসেছে। গত ২৫-৩০ বছরে তো অস্ট্রেলিয়া অসাধারণ কিছু ব্যাটসম্যান পেয়েছে। যারা এই কাজের যোগ্য। আর এক্ষেত্রে রিকি পন্টিংই আদর্শ। তাছাড়া মার্ক ওয়াহ, পন্টিং, মাইকেল ক্লার্ক, মাইক হাসি— অনেকেই আছে, যাদের এই দায়িত্ব দেওয়া যেতে পারে।’’