• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সেই আফগানদের কাছে আবারো হার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

শেষ পর্যন্ত আর পেরে উঠলোনা বাংলার টাইগাররা। হারতে হলো কাবুলিওয়ালাদের কাছেই।সেই আফগান জুজুতেই ধরা খেল টাইগাররা। 

জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগার ব্যাটসম্যানরা। রান তাড়া করতে গিয়ে ১৯.৫ ওভারে ১৩৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে থেমে যায় টাইগারদের ইনিংস। আবারো ব্যর্থ দলের টপ ওর্ডার।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল প্রথম ম্যাচে জয় পাওয়া আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে টাইগারদের আফগান জুজু কাটল না। কোন ভাবেই আফগনাদের সাথে পেরে উঠছে না টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে করে ১৬৪ রান  সংগ্রহ করে সফরকারী আফগানিস্তান।আফগানদের ছুড়ে দেয়া ১৬৫ রানের জবাবে ব্যাট করতে আসেন লিটন দাস ও মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম। টাইগাররা আফগানদের থেকে দূরে থাকতে চায় না। তাই মুজিবের ওভারের দ্বিতীয় বলেই তারকাইয়র হাতে বল তুলে দিয়ে ঘরে ফেরেন লিটন। আফগানদের মত শূন্য রানেই ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। ওয়ান ডাউনে মাঠে আসেন সাকিব। মুশফিক-সাকিবে পথ খোঁজার চেষ্টা। কিন্তু দ্বিতীয় ওভারে আশাহত করলেন মুসফিক। দলীয় ১১ রানে ফরিদ মালিকের স্ট্যাম্প সোজা বল ঘুরিয়ে পিছনে মারতে গিয়ে বোল্ড হন মুশফিক। তার ব্যক্তিগত সংগ্রহ ৩ বলে ৫ রান।