• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্দ্ধ-১৭) প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

১৭ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীরপ্রতিক।

 এসময় অন্যানের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আবু হায়াত খন্দকার লেলিন,জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান আসাদ,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহসেনা বেগম মিনা উপস্থিত ছিলেন।

উদ্বোধণী খেলায় লালমনিরহাট পৌরসভা দল ১-০ গোলে লালমনিরহাট সদর উপজেলা দলকে হারায়। খেলার দ্বিতীয়ার্ধে পৌরসভার দলের নয়ন একমাত্র গোলটি করেন। ৫দিন ব্যাপি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২১ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৬টি দল অংশ নিবে।