• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

প্যারিস অলিম্পিকের প্রথম সোনা চীনের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪  

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। যেখানে এবারের আসরের প্রথম সোনা জিতেছে এশিয়ার দেশ চীন।

শনিবার শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে স্বর্ণপদক জিতেছে চীন। শিরোপার মঞ্চে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া।

এর আগে আসরের প্রথম পদক ঘরে তোলে কাজাখস্তান। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান।

ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেকজান্দ্রা জুটি।

সিন নদীতে কাল রাতে হয়ে গেল প্যারিস অলিম্পিকের বৃষ্টিস্নাত উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে হলো গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান রাঙিয়েছেন সেলিন ডিওন, নাকুমারার মতো বিনোদন জগতের তারকারা।