• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

আফিফ চাইলে সিপিএল খেলতে যেতে পারবে: বিসিবি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

পঞ্চম বাংলাদেশি হিসেবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছিলেন তরুন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সেন্ট কিটস অ্যন্ড নেভিসের হয়ে তার খেলার কথা ছিল। কিন্তু ত্রি-দেশীয় সিরিজের কারণে প্রথমে তাকে এনওসি (অনাপত্তি পত্র) দেয়নি বোর্ড। তবে এখন চাইলে আফিফ খেলতে যেতে পারবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, 'আফিফ এখন চাইলে সিপিএল খেলতে যেতে পারবে।'

বাংলাদেশ এখন পর্যন্ত দুইজনকে এনওসি দেওয়া হয়েছে। টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দেওয়ার পর আজ বোর্ড লিটন দাসকে এনওসি দেয়। এই দুইজনকে দেওয়া হয়েছে কিন্তু আফিফকে দেওয়া হবে না, এই প্রশ্ন করলে আকরাম জানান, 'আফিফকে ত্রি-দেশীয় সিরিজের জন্য দেওয়া হয়নি। সে পরে আর আসেনি। এখন সে চাইলে  যেতে পারবে, তার কোনো বাধা নেই।'

প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে তিনে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ মাতাবেন। আর বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।