• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানকে চাপে রেখে প্রথমদিন শেষ করল বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাধায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর শুরু হয় পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথমদিনের খেলা। প্রথম ১০ ওভারের মধ্যে সেরা তিন ব্যাটার হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে তারা, সাইম আইয়ুব ও সৌদ শাকিলের জুটিতে। শেষ বিকেলে উইকেট তুলে আবারও শান মাসুদদের চেপে ধরে বাংলাদেশ।

বুধবার প্রথমদিনের খেলা শেষে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে পাকিস্তান। ৯১ বলে ৫৭ রানে শাকিল এবং ৩১ বলে ২৪ রানে অপরাজিত আছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

রাওয়ালপিন্ডিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুর বোলিংয়ে আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজমদের ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। পরে ৯৮ রানের জুটি গড়ে ধাক্কা সামলান সাইম-শাকিল।

তৃতীয় সেশনের প্রথমদিকে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। এবার ডানহাতি পেসার সাজঘরে ফেরান ফিফটি তুলে নেয়া ওপেনার সাইম আইয়ুবকে। ৯৮ বলে ৫৬ রান করার পথে বাঁহাতি ৪টি চার এবং একটি ছক্কা মারেন।

ফিফটি তুলে নিয়েছেন আরেক বাঁহাতি শাকিলও। ৮৩ বলে ফিফটির দেখা পান তিনি, যার মধ্যে চারটি চারের মার রয়েছে। ছয়ে নেমে রিজওয়ান রান পেয়েছেন। শাকিলকে সঙ্গ দিয়ে ৪৪ রানের জুটি গড়েছেন।

বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ৩ ওভারে ৩ রানের পর চতুর্থ ওভারে ভাঙে ওপেনিং জুটি। হাসানের করা বলটি ওভারপিচ হয়ে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালালে গালি অঞ্চলে থাকা জাকির হাসান শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার।

দলীয় ১৪ রানে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান আরেক পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে থাকা লিটন দাস নেন দুর্দান্ত আরেক ক্যাচ। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন শান। শরিফুলের পরের ওভারে লিটনের গ্লাভসে ক্যাচ দেন বাবর আজম। তিনি ফেরেন শূন্য রানে।