• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশ ঘুরে দাঁড়াবে: বললেন সাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

ওয়ানডে বিশ্বকাপের পর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক দলের পারফর্মেন্স আশাব্যঞ্জক নয়।

এ নিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফর্মেটে টাইাগার দলপতি সাকিব আল হাসান মনে করেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা অল্প সময়ের।

জাতিসংঘ শিশু তহবিলের ইউনিসেফের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কারে ভূষিত করা হয়। নিউইয়র্কের ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইস হলে সে অনুষ্ঠানে উইনিসেফের সুভেচ্ছা দূত সাকিবও উপস্থিত ছিলেন।

ইউনিসেফ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু বলতে বলেন সাকিবকে। এ সময় সাকিব বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ ভালো দল। এ ধরনের দল মাঝেমধ্যে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা এখন এ অবস্থার মধ্যে আছি। আমার মনে হয় ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না। আশা করছি আমরা অতীতে যে ধরনের ক্রিকেট খেলেছি, সেটা আবারও খেলব। আমাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবার কাছে দোয়া চাই যেন আসরে ভালো করে আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।’

সাকিব এখন সিপিএল খেলতে উইন্ডিজে। আগামী নভেম্বরে ভারতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর আগে সিপিএল খেলে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।